ডোমকল, 10 সেপ্টেম্বর : ফের আধার ও রেশন কার্ড লিঙ্কের নামে জালিয়াতির অভিযোগ উঠল । এবার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের ডোমকলে ৷ অভিযোগ, রেশন কার্ড ও আধারের লিঙ্ক করাতে আসা উপভোক্তাদের অন্ধকারে রেখে চলছিল একটি সংস্থার পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কাজ ।
তাই ডোমকল থানার 15 নম্বর শেফালিপুর গ্রামের বাসিন্দারা দুই যুবককে বেধড়ক মারধর করেন ৷ পরে দুই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায় । তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ।
আরও পড়ুন :Bhadu Song : শিল্পীর অভাবে অস্তিত্ব সংকটে প্রাচীন লোকসংস্কৃতি ভাদু গান
রেশন ব্যবস্থায় পরিবর্তন আনতে উপভোক্তাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের কাজ চলছে গ্রামে গ্রামে । জানা গিয়েছে, একটি সংস্থাকে দায়িত্ব দিয়েই এই কাজ করানো শুরু হয় । তারপর আধার-রেশন লিঙ্ক করাতেই উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছিল বলে অভিযোগ ওঠে মুর্শিদাবাদে ।
তদন্তে নেমে অভিযোগের সত্যতা যাচাই করে দুজনকে গ্রেফতারও করে পুলিশ ৷ স্থগিত রাখা হয় রেশন-আধার লিঙ্কের কাজ । প্রশাসন সূত্রে খবর, সংস্থা বদল করে ফের সেই কাজ শুরু করা হয়েছে ।