পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেরলে দুর্ঘটনায় মৃত্যু মুর্শিদাবাদের দুই পরিযায়ী শ্রমিকের - Sagarpara

কেরালার আলুয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন সৌমেন ও অনুপ ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁদের ৷

সাগরপাড়া
সাগরপাড়া

By

Published : Jan 26, 2021, 7:36 PM IST

সাগরপাড়া, 26 জানুয়ারি : কেরলে দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের দুই শ্রমিকের ৷ কেরলের আলুয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা ৷ জানা গিয়েছে, মৃতদের নাম সৌমেন তেলি (30) ও অনুপ মণ্ডল (28) ৷ বাড়ি সাগরপাড়ার এলাকায় ৷ ঘটনার তদন্তের দাবিতে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মৃতের পরিবারের লোকেরা ৷

আরও পড়ুন :হুগলি নদীর তীরে অশান্তি ! প্রবীরের ইস্তফা, তৃণমূলের শোকজ

জানা গিয়েছে, লকডাউন শিথিল হতেই মুর্শিদাবাদ জেলা থেকে বহু শ্রমিক ফের কাজের সন্ধানে পাড়ি দেন ভিন রাজ্যে ৷ সৌমেন তেলি ও অনুপ মণ্ডলও কাজের সন্ধানে পাড়ি দেন কেরালায় ৷ কেরালার আলুয়া এলাকায় কাজ করতেন তাঁরা ৷ এদিন কাজ শেষে ফেরার পথে রেল লাইন পাড় করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় দুজনের ৷ ঘটনার খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে ৷ ঘটনার তদন্ত করতে পরিবারের তরফে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে ৷ পাশাপাশি দেহ ফিরিয়ে আনার জন্য আবেদন করেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details