পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

36 হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার 2 - মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ পাচার

অসমের গুয়াহাটি থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে জলঙ্গি যাচ্ছিল ওই দুই পাচারকারী । পুলিশের নজর এড়াতে গাড়ির ভিতরে গোপন চেম্বার বানিয়ে সেগুলি রাখা ছিল । গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে পুলিশ ।

arrested with drugs in Murshidabad
গ্রেপ্তার 2

By

Published : Jan 12, 2020, 9:35 PM IST

নবগ্রাম (মুর্শিদাবাদ) , 12 জানুয়ারি : সাড়ে ছয় লাখ টাকার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার দুই মাদক পাচারকারী । মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ পাচারের আগে পাচারকারীদের গ্রেপ্তার করল নবগ্রাম থানা ও জেলা পুলিশের বিশেষ টিম । শনিবার সন্ধ্যা নাগাদ তাদের নবগ্রাম থানা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের উপর থেকে গ্রেপ্তার করা হয় । একটি স্করফিও গাড়ি সহ বাজেয়াপ্ত করা হয়েছে 36 হাজার ইয়াবা ট্যাবলেট । বাজারে যার আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা ।

গেপ্তার দুই যুবকের নাম সোনু ভাটিয়া ও রাকেশ মণ্ডল । সোনু জলঙ্গি থানার নরসিংহপুরের বাসিন্দা । রাকেশের বাড়ি জলঙ্গির নওদাপাড়া এলাকায় । মুর্শিদাবাদ পুলিশ জেলার SP অজিত সিং যাদব জানান, "ক্ষতিকারক মাদক বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে অসমের গুয়াহাটি থেকে আনা হচ্ছিল । গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের মাদক আইনের বিশেষ আদালতে হাজির করে সাত দিনের পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে।"

মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ পাচারের আগে গ্রেপ্তার পাচারকারী

শনিবার গুয়াহাটি থেকে ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে জলঙ্গি যাচ্ছিল ওই দুই পাচারকারী । পুলিশের নজর এড়াতে গাড়ির ভিতরে গোপন চেম্বার বানিয়ে সেগুলি রাখা ছিল । গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে পুলিশ । জলঙ্গি থেকে সুযোগ বুঝে সেগুলি বাংলাদেশ পাচার করা হত বলেই জেরাতে স্বীকার করেছে দুই পাচারকারী ।


উল্লেখ্য ইয়াবা ট্যাবলেট বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে বিশেষভাবে ব্যবহৃত হয় । সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের জলঙ্গি থানাকে করিডর করে বাংলাদেশ পাচার হতে শুরু করেছে । সহজে নেশা করা যায় বলে যুব সমাজের একটা অংশ এই ট্যাবলেটে আশক্ত হয়ে পড়েছে বলে পুলিশের বক্তব্য ।

ABOUT THE AUTHOR

...view details