নবগ্রাম (মুর্শিদাবাদ) , 12 জানুয়ারি : সাড়ে ছয় লাখ টাকার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার দুই মাদক পাচারকারী । মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ পাচারের আগে পাচারকারীদের গ্রেপ্তার করল নবগ্রাম থানা ও জেলা পুলিশের বিশেষ টিম । শনিবার সন্ধ্যা নাগাদ তাদের নবগ্রাম থানা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের উপর থেকে গ্রেপ্তার করা হয় । একটি স্করফিও গাড়ি সহ বাজেয়াপ্ত করা হয়েছে 36 হাজার ইয়াবা ট্যাবলেট । বাজারে যার আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা ।
গেপ্তার দুই যুবকের নাম সোনু ভাটিয়া ও রাকেশ মণ্ডল । সোনু জলঙ্গি থানার নরসিংহপুরের বাসিন্দা । রাকেশের বাড়ি জলঙ্গির নওদাপাড়া এলাকায় । মুর্শিদাবাদ পুলিশ জেলার SP অজিত সিং যাদব জানান, "ক্ষতিকারক মাদক বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে অসমের গুয়াহাটি থেকে আনা হচ্ছিল । গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের মাদক আইনের বিশেষ আদালতে হাজির করে সাত দিনের পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে।"