সুতি, 5 জুলাই: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল 2 জনের । ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও 10 জন । মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কের উপর সুতি থানার আহিরনে (Suti Accident)। দুর্ঘটনার জেরে আগুন ধরে যায় একটি গাড়িতে । আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাস্থলে উদ্ধার কাজে হাত লাগিয়েছে পুলিশ ও দমকল বাহিনী ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটো-ট্রাকের মাঝে ঢুকে পড়ে একটি বাইক । তিনটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় দু'জনের । জখম হয়েছেন আরও 10 জন । ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ । জখমদের উদ্ধার করে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।