পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার 200টি সকেট বোমা - রানিনগর

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি পরিত্যক্ত বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চালায়। মাটির গর্ত থেকে উদ্ধার হয় তাজা বোমাগুলি । মোট দুশো'টি বোমা মজুত ছিল।

সকেট বোমা উদ্ধার
সকেট বোমা উদ্ধার

By

Published : Sep 21, 2020, 7:19 PM IST

রানিনগর, 21 সেপ্টেম্বর : পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে 200টি সকেট বোমা উদ্ধার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রানিনগর থানার গোধনপাড়ায়।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই পরিত্যক্ত বাড়িতে হানা দিয়েছিল। পুলিশ আজ বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শাহ আলম সরকারের অভিযোগ, তাঁকে টার্গেট করেই বোমা মজুত করা হয়েছিল। ঘটনায় কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এলাকা দখলকে কেন্দ্র করে রানিনগরে যুযুধান দুই রাজনৈতিক শিবিরে টানটান উত্তেজনা রয়েছে কিছু দিন থেকে। গত একমাসে বার দুয়েক সংঘর্ষও হয়েছে। আজ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি পরিত্যক্ত বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চালায়। মাটির গর্ত থেকে উদ্ধার হয় তাজা বোমাগুলি । মোট দুশো'টি বোমা মজুত ছিল।

রবিবার রাতে এই বাড়িতে বসেই দুষ্কৃতীরা বোমা বানায় বলে তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ। কয়েকজনের নামও সামনে এসেছে। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

ABOUT THE AUTHOR

...view details