পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Two Housewives Beaten: সমপ্রেমী ! দুই গৃহবধূকে খুঁটিতে বেঁধে পেটাল জনতা - গণপিটুনি

তাঁরা নাকি সমপ্রেমী ৷ শুধুমাত্র এই অভিযোগ তুলেই দুই গৃহবধূকে খুঁটিতে বেঁধে পেটালেন প্রতিবেশীরা (Two Housewives Beaten) ! ভাইরাল হল ভিডিয়ো ৷ মুর্শিদাবাদের (Murshidabad) সুতি (Suti) থানা এলাকার ঘটনা ৷

Two Housewives Beaten in Suti of Murshidabad
Two Housewives Beaten: সমপ্রেমী ! দুই গৃহবধূকে খুঁটিতে বেঁধে পেটাল জনতা

By

Published : Jul 13, 2022, 6:46 PM IST

সুতি, 13 জুলাই:ফের নীতি পুলিশের ভূমিকায় এলাকাবাসী ! দুই গৃহবধূকে 'আপত্তিকর অবস্থা'য় দেখে খুঁটিতে বেঁধে বেধড়ক পেটানোর (Two Housewives Beaten) অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে ৷ ঘটনার ভিডিয়ো ভাইরাল হল সোশাল মিডিয়ায় ৷ সূত্রের খবর, মুর্শিদাবাদের (Murshidabad) সুতি (Suti) থানা এলাকার বংশবাটি গ্রামে ঘটেছে এই ঘটনা ৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামের দুই গৃহবধূ নাকি দীর্ঘদিন ধরেই পরস্পরের সঙ্গে সম্পর্কে রয়েছেন ৷ তাঁরা সমপ্রেমী বলেও দাবি করেছেন এলাকাবাসী ৷ তাঁরা জানিয়েছেন, মাঝেমধ্যেই ওই দুই গৃহবধূ বাড়ির বাইরে দেখা করতেন ৷ মঙ্গলবার রাতেও তাঁরা পরস্পরের সঙ্গে দেখা করতেই বেরিয়েছিলেন ৷ সেই সময়েই নাকি তাঁদের 'আপত্তিকর অবস্থা'য় দেখতে পাওয়া যায় ৷ এরপরই তাঁদের ঘিরে ধরেন প্রতিবেশীরা ৷ দু'জনকেই ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে শুরু হয় গণপিটুনি ৷ লাঠি, জুতো দিতে ওই দুই গৃহবধূকে মারতে শুরু করেন এলাকার মহিলারা ৷ সঙ্গে চলে নানা ধরনের প্রশ্ন আর কটাক্ষ ৷ সেই মুহূর্তের ভিডিয়োই পরে সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷

আরও পড়ুন:Dakshin Dinajpur Thief : টোটো নিয়ে দিনে চুরি, গণপিটুনি থেকে যুবককে উদ্ধার করল গঙ্গারাম থানা

ঘটনা নজরে আসতেই নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন ৷ সুতি থানার অন্তর্গত আহিরণ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ আক্রান্ত দুই গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যায় তারা ৷ গ্রামবাসীর একাংশের দাবি, ওই দুই গৃহবধূ এলাকার পরিবেশ নষ্ট করছেন ৷ যদিও স্থানীয় বাসিন্দাদের এই ভূমিকায় ক্ষুব্ধ নেটনাগরিকদের একটা বড় অংশ ৷ যে প্রতিবেশীরা ওই দুই গৃহবধূকে মারধর করেছেন, তাঁদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটিজেনরা ৷

ABOUT THE AUTHOR

...view details