কান্দি, 16 সেপ্টেম্বর:এক প্রেমিক, আর দুই প্রেমিকা (Love Triangle in Kandi) ৷ পরিণতি ভয়াবহ ৷ দুই ছাত্রী একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারা পাঁচথুপি গার্লস হাইস্কুলের ছাত্রী ৷ মৃত্যু হয়েছে মুসকান খাতুন নামের স্কুল ছাত্রীর এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অপর ছাত্রী।
শুক্রবার দু'জন বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বেড়িয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা ওই দুই পরিবারকে খবর দেয় দু'জনই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তড়িঘড়ি ওই দু'জনকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে (Kandi Sub Division Hospital) নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা বছর চোদ্দোর মুসকানকে মৃত বলে ঘোষণা করেন (One Girl Attempt Suicide Another Girl Died by Suicide)। মুসকান খাতুন পাঁচথুপির মুকামপাড়ার বাসিন্দা।