পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Love Triangle: এক যুবকের প্রেমে পড়ে আত্মহত্যার চেষ্টা দুই ছাত্রীর, মৃত এক

দুই ছাত্রীর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৷ তাতে একজন মারা গিয়েছে, অন্যজনের অবস্থা গুরুতর (One Girl Attempt and Another Girl Died by Suicide) ৷ শুক্রবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত পাঁচথুপি এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ তারা দু'জনেই একসঙ্গে বিষপান করে ৷ স্থানীয় সূত্রে আত্মহত্যার কারণ হিসেবে জানা গিয়েছে, এক যুবকের প্রেমে পড়ে ওই দুই ছাত্রীই (Love Triangle in Kandi) ৷

Love Triangle in Kandi
এক যুবকের প্রেমে দুই ছাত্রী

By

Published : Sep 16, 2022, 5:17 PM IST

কান্দি, 16 সেপ্টেম্বর:এক প্রেমিক, আর দুই প্রেমিকা (Love Triangle in Kandi) ৷ পরিণতি ভয়াবহ ৷ দুই ছাত্রী একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারা পাঁচথুপি গার্লস হাইস্কুলের ছাত্রী ৷ মৃত্যু হয়েছে মুসকান খাতুন নামের স্কুল ছাত্রীর এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অপর ছাত্রী।

শুক্রবার দু'জন বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বেড়িয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা ওই দুই পরিবারকে খবর দেয় দু'জনই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তড়িঘড়ি ওই দু'জনকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে (Kandi Sub Division Hospital) নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা বছর চোদ্দোর মুসকানকে মৃত বলে ঘোষণা করেন (One Girl Attempt Suicide Another Girl Died by Suicide)। মুসকান খাতুন পাঁচথুপির মুকামপাড়ার বাসিন্দা।

দুই ছাত্রীর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা

অন্যদিকে, টুকটুকি খাতুন নামের ছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে একটি ছেলেকে দু'জন মেয়ে ভালোবাসত, তার জেরেই দু'জনে আত্মহত্যার পথ বেছে নেয়। সামগ্রিক ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। খোঁজ চলছে ছেলেটির।

আরও পড়ুন:বিষ খেয়ে আত্মঘাতী পঞ্চায়েত উপপ্রধান, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

ABOUT THE AUTHOR

...view details