সুতি, 12 ফেব্রুয়ারি:গভীর রাতে বন্ধুর বাড়িতে জিলাপি দিতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্য়ু হল দুই যুবকের। শুক্রবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার গাইঘাটা ব্রিজে। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা মারাতেই দুর্ঘটনা ঘটে৷ মৃত দুই যুবকের নাম লাল্টু শেখ (21) ও আবদুর সামাদ (19)। দু’জনেরই বাড়ি সুতি থানার শাহজাদপুর।
বৃহস্পতিবার রাতে শাহজাদপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ রাত গড়িয়ে শুক্রবার পড়ে গেলেও জেগেছিলেন এলাকার বহু মানুষ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত একটা নাগাদ এক বন্ধু মেলার জিলাপি খেতে চেয়ে ফোন করেন লাল্টুকে। এরপর মেলা থেকে জিলাপি কিনে আবদুরকে বাইকের পিছনে বসিয়ে বন্ধুর বাড়িতে জিলাপি দিতে যান লাল্টু৷ গাইঘাটা ব্রিজে নিয়ন্ত্রণ হারায় তাঁর বাইক৷ দু’জনের কারও মাথাতেই হেলমেট না থাকায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।