বহরমপুর, 5 ডিসেম্বর : মুর্শিদাবাদে ফের স্ক্রাব টাইফাসে মৃত্যু । মৃতদের মধ্যে একজন নাবালিকা । তার মৃত্যুকে ঘিরে বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছডায় । মৃতদের নাম শ্যামল প্রামাণিক(46) ও তামান্না ফিরদোস(15) ।
বেলডাঙার কামারপুরের বাসিন্দা শ্যামল প্রামাণিক । তাঁর পরিবারের বক্তব্য, কয়েক দিন আগে শ্যামলবাবুর কানের নিচে পোকা কামড়ায় । তারপরই রবিবার(1 ডিসেম্বর) মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার (3 ডিসেম্বর) বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় । সেখানেই শ্যামলবাবুর রক্ত পরীক্ষার রিপোর্টে স্ক্রাব টাইফাস ধরা পড়ে ।
মুর্শিদাবাদের স্ক্রাব টাইফাসে ফের মৃত্যু । দেখুন ভিডিয়ো... অন্যদিকে বহরমপুরের কর্ণসুবর্ণর বাসিন্দা তামান্না ফিরদৌস । ক্লাস টেনের ছাত্রী । মঙ্গলবার (3 ডিসেম্বর) বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভরতি করা হয় । তার রক্ত পরীক্ষাতেও স্ক্রাব টাইফাসের নমুনা ধরা পড়ে । আজ হাসপাতালেই তার মৃত্যু হয় । এই খবর পেতেই ওই বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাতে শুরু করে তামান্নার পরিবার । তাদের অভিযোগ, তামান্নার শারীরিক অবস্থার যে অবনতি হচ্ছে তা হাসপাতাল কর্তৃপক্ষ আগেই বুঝতে পেরেছিল । কিন্তু টাকা আদায়ের জন্য ইচ্ছে করে তামান্নাকে হাসপাতালে রেখে দেওয়া হয়েছিল । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
নভেম্বরেই স্ক্রাব টাইফাসে মৃত্যু হয়েছে দু'জনের । আজ ফের একই কারণে দু'জনের মৃত্যু হওয়ায় আতঙ্কিত জেলাবাসী ।