ডোমকল , 24 এপ্রিল : বোমা ফেটে জখম হল বছর পাঁচেকের দুই শিশু ৷ মাঠে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে এই বিপত্তি ঘটে ৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ অপরজন ডোমকল মহকুমা হাসপাতালে ভরতি ৷ ডোমকল থানার জিৎপুর নতুনপাড়া এলাকার ঘটনা ৷
আজ দুপুর 2টো নাগাদ বাড়ি থেকে কিছু দূরে মাঠে খেলছিল দুই শিশু । কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা । বোমা ফাটার শব্দ শুনে এলাকার কয়েকজন সেখানে গিয়ে দেখেন, দুই শিশু রক্তাক্ত অবস্থায় ছটফট করছে ।