পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল 2 ভাই, উদ্ধার 1

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় দুই ভাই ৷ স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় একজন উদ্ধার হলেও নিখোঁজ অন্যজন ৷

ছবি
ছবি

By

Published : Sep 7, 2020, 10:01 PM IST

সুতি, 7 সেপ্টেম্বর : গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় দুই ভাই ৷ তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও অপরজন নিখোঁজ ৷ স্পিড বোট নিয়ে চলছে তল্লাশি । আজ দুপুরে ঘটনাটি সুতি থানার অরঙ্গাবাদে ঘটেছে ।

নিখোঁজ কিশোরের নাম আসিক ইকবাল (১০) । অন্যদিকে উদ্ধার করা হয়েছে আবতাব হোসেনকে । তাদের বাড়ি বাগসিরা গ্রাম । ঘটনাস্থানে রয়েছে সুতি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম ।

কী বলছেন এলাকার বাসিন্দারা ?

আজ দুপুর বারোটা নাগাদ বর্ষার ভরা গঙ্গায় স্নান করতে নামে দুই ভাই । এর কিছুক্ষণ পরেই ভাইকে তলিয়ে যেতে দেখে তাকে বাঁচাতে নামে দাদা ৷ কিন্তু স্রোতের মুখে পড়ে তলিয়ে যেতে থাকে সেও । স্থানীয় মানুষ দু'জনকে ডুবতে দেখে গঙ্গায় ঝাঁপ দিয়ে আবতাবকে জীবিত অবস্থায় তুলে আনে ৷ কিন্ত আসিক ইকবালকে উদ্ধার করতে পারেনি । সুতি থানায় খবর দেওয়া হলে পুলিশ বিপর্যয় মোকাবিলা দপ্তরকে উদ্ধার কাজে নামায় । কিন্তু বিকেল পর্যন্ত আসিক ইকবালের কোনও হদিশ মেলেনি ।

ABOUT THE AUTHOR

...view details