বহরমপুর, 24 এপ্রিল : মুর্শিদাবাদে বিজেপির পদ থেকে সরে দাঁড়ানো অব্যাহত রয়েছে । ফের দুই বিজেপি নেতা আজ সাংবাদিক বৈঠক ডেকে পদ থেকে ইস্তফা দিলেন (Murshidabad BJP) । বিজেপির রাজ্য সভাপতির জেলা সফরের আগে এই পদত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।
এদিন বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন প্রতাপ হালদার । একইসঙ্গে কর্মসমিতির পদ থেকে অব্যহতি চেয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তড়িৎ কান্তি সরকার । দিন কয়েক আগে বিজেপির রাজ্য কমিটির সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ । একইসঙ্গে সেদিন রাজ্য কমিটির কর্মী সমিতির পদ থেকে ইস্তফা দিয়েছেন আরও দু'জন ।