রানিনগর,(মুর্শিদাবদ) 24 ফেব্রুয়ারি : প্রচুর আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা দুই অস্ত্র কারবারি । রানিনগর থানার পুলিশ গতরাতে ওই দু'জনকে কুকুরমারি ব্রিজ এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 6টি পিস্তল, 4টি পাইপগান,10টি ম্যাগাজিনসহ 21 রাউন্ড কার্তুজ। ধৃতদের নাম বাইদুল শেখ ও হালিম শেখ ।
প্রচুর আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 2 - আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই
রানিনগর এলাকা থেকে গ্রেপ্তার 2 পাচারকারী ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 6টি পিস্তল, 4টি পাইপগান,10টি ম্যাগাজিনসহ 21 রাউন্ড কার্তুজ ৷
বাইদুল ডোমকলের বাসিন্দা। হালিমের বাড়ি রানিনগর থানার বাহালনগরে ৷ আজ ধৃতদের আদালতে হাজির করে পুলিশ হেপাজতে নেওয়া হয় । পৌরসভা ভোটের আগে মুর্শিদাবাদে ঢুকছে মুঙ্গের মেড আগ্নেয়াস্ত্র । অস্ত্র ঢোকার প্রবণতা থেকে পৌরভোটে এখন থেকেই অশান্তির আঁচ করতে শুরু করেছেন অনেকে । সব মিলিয়ে কপালে ভাঁজ পড়তে শুরু করেছে জেলা পুলিশেরও ।
পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বাড়ানো হয়েছে নজরদারি । গতকাল সূত্র মারফত খবর পেয়ে রানিনগর থানার পুলিশ অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে । অস্ত্রগুলি মুঙ্গের মেড বলেই পুলিশের অনুমান । এদিকে জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত মুর্শিদাবাদে অস্ত্র কারবারে 75 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । উদ্ধার হয়েছে 62টি পিস্তল একটি কার্বাইনসহ প্রায় 700 রাউন্ড গুলি।