মুর্শিদাবাদ, 9 নভেম্বর:পরিযায়ী পাখি ধরার অপরাধে গ্রেফতার দুই ব্যক্তি(Two Arrested for Catching Migratory Birds)৷ মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত সাহাপুর বিল থেকে বুধবার সকালে মোট 23টি পরিযায়ী পাখি উদ্ধার করে স্থানীয় বন বিভাগ ৷ এই ঘটনায় দু'জনকে গ্রেফতারও করা হয় ৷ ধৃতদের নাম নুসাদ আলি ও আসাদুল আলি । দু'জনেরই বাড়ি বেলডাঙা থানার অন্তর্গত কাজিসাহা গ্রামে ।
ধৃতদের কাছ থেকে 70 থেকে 80 ফুটের চারটি জাল পাওয়া গিয়েছে ৷ পরিযায়ী পাখিগুলির মধ্যে রয়েছে, 5টি বালি হাঁস, 13টি জাহা পাখি, এর সঙ্গে আরও 5টি পাখি মিলিয়ে মোট 23টি পাখি উদ্ধার করা হয় ৷