পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 কারবারি - পুলিশ সুপার অজিত সিং যাদব

সোমবার রাতে গোধনপাড়া অঞ্চল থেকে ওই দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে রানিনগর থানার পুলিশ । পৌরসভা নির্বাচনের আগে অস্ত্র কারবার নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদ জুড়ে ধরপাকড় শুরু করেছে জেলা পুলিশ । ধৃতদের আজ বহরমপুর জেলা আদালতে তোলা হয়।

arms-dealer-arrested in-murshidabad
অস্ত্র কারবারী

By

Published : Jan 28, 2020, 2:05 PM IST

বহরমপুর, 28 জানুয়ারি: প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই অস্ত্র কারবারি ৷ সোমবার রাতে গোধনপাড়া অঞ্চল থেকে ওই দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে রানিনগর থানার পুলিশ । উদ্ধার হয় 10টি 7.65 বোরের পিস্তল, 28 রাউন্ড কার্তুজ ও 18টি ম্যাগাজিন । ধৃতদের নাম রাকিবুল মন্ডল ও পিন্টু শেখ। রাকিবুলের বাড়ি ডোমকল থানার দাসের চক এলাকায় । পিন্টু ডোমকল থানার ছোট পানিপিয়া গ্রামের বাসিন্দা।

সাংবাদিক বৈঠকে জেলার পুলিশ সুপার অজিত সিং যাদব বলেন, "মুর্শিদাবাদকে ক্রাইম ফ্রি জেলা করতে উদ্যোগ নেওয়া হয়েছে । সে কারণেই বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালিয়ে অস্ত্র কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে।"

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই অস্ত্র কারবারি

সামনে পৌরসভা নির্বাচন। তার আগে অস্ত্র কারবার নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদ জেলা জুড়ে ধরপাকড় শুরু হয়েছে । সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোধনপাড়ার কার্লভাট থেকে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । উদ্ধার হওয়া অস্ত্রগুলি বিহার ও ঝাড়খণ্ড এলাকা থেকে আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে ওই অস্ত্র কোথায়, কাকে দেওয়ার উদ্দেশ্য ছিল তা জানতে পারেনি পুলিশ।

এদিন সাত দিনের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়। হেপাজতে নিয়ে অস্ত্র কারবারে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হবে, জানান পুলিশ সুপার ।

সাম্প্রতিক নাকা তল্লাশিতে জেলায় ইতিমধ্যে উদ্ধার হয়েছে 38টি পিস্তল, 76 রাউন্ড গুলি। পাশাপাশি গ্রেপ্তার হয়েছে 46 জন দুষ্কৃতী। দুষ্কৃতীদের সক্রিয়তায় জেলা পুলিশের কপালে ভাঁজ পড়েছে।

ABOUT THE AUTHOR

...view details