ফরাক্কা, 12 জুন : মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই অ্যাম্বুলেন্স চালক । ঘটনাটি মুর্শিদাবাদের ফরাক্কা থানা টাউনশিপ এলাকার । শুক্রবার দুপুরে অভিযুক্তরা কিশোরীর মুখ বেঁধে পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ । দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাতে ওই পরিত্যক্ত ঘর থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ । অভিযোগের ভিত্তিতে দুজন অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ । ধৃতদের নাম করিন সেখ ও সাদেক সেখ ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার ষোলো মাইল থানার চকসুদাপুরের বাসিন্দা ওই কিশোরী 25 দিন আগে ফরাক্কায় মামার বাড়ি বেড়াতে আসে । লকডাউনের জন্য গাড়ি বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারেনি । শুক্রবার কিশোরীর মা তাকে নিয়ে যেতে এলে সে বাড়ি যেতে আপত্তি করে । এই নিয়ে মায়ের সঙ্গে বচসা হয় । বকা খেয়ে দুপুরে মামাবাড়ি থেকে বেরিয়ে যায় কিশোরী । দুপুরের পর থেকে কিশোরীকে খুঁজে পায়নি বাড়ির লোকজন ৷