পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Humayun Kabir: পূর্ণাঙ্গ কমিটি নিয়ে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সরব বিধায়ক - Humayun Kabir

পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে প্রকাশ্যে তৃণমূলের দুই বিধায়কের দ্বন্দ্ব ৷ বিধায়ক ও জেলা চেয়ারম্যান অপূর্ব সরকারের বিরোধিতা করলেন হুমায়ুন কবীর ৷

Humayun Kabir
ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 3:10 PM IST

জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সরব বিধায়ক

ভরতপুর, 9 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগে ফের প্রকাশ্যে এল শাসকদলের অন্তর্দ্বন্দ্ব । দলের জেলা চেয়ারম্যান অপূর্ব সরকারের বিরুদ্ধে সরব হলেন খোদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর । তিনি বললেন, "পূর্ণাঙ্গ কমিটি এখনও ঘোষণা হয়েছে বলে আমার জানা নেই । তবে আমি যদি দেখি প্রকৃত যারা তৃণমূলের লোক তারা কমিটিতে বাদ পড়েছে ও কারো মর্জি মতো কমিটি তৈরি করা হয়েছে ৷ তাহলে আমরা ছেড়ে কথা বলব না । পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের টিকিটে জেতা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্যরাও যদি বেচাল করে তাহলেও ব্যবস্থা নেব ।"

শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা এলাকার সালারে বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করতে আসেন হুমায়ুন কবীর । এখান থেকেই কারও নাম না করে দলের জেলা নেতৃত্ব ও পঞ্চায়েত এবং ব্লক স্তরের নেতৃত্বদের তীব্র হুঁশিয়ারি দেন ভরতপুরের বিধায়ক । তাঁর কথায়, তৃণমূল কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের কমিটি যখন তৈরি হবে তখন তিনি দেখবেন কারা কারা ওই কমিটির মধ্যে রয়েছে । যদি দেখেন যারা যারা জেলা দায়িত্বে রয়েছেন তাদেরকে না ডেকে কিছু তৃণমূলের লোকের মর্জি মতো কমিটি তৈরি করা হয়েছে তাহলে তিনি কিছুদিন লক্ষ্য করবেন ৷ তারপর নিশ্চয়ই সমাধানের রাস্তায় হাঁটবেন ।

হুমায়ুন কবীর বলেন, "পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকার যারা পদে রয়েছেন তারাই আমাকে বঞ্চিত করেছিল । তাদের মর্জি মতো টিকিট আমাকে দিয়েছিলেন । আমি আমার প্রার্থীদের জিতিয়ে দেখিয়েছি । বিষয়টি নিয়ে আগেই জল ঘোলা হয়েছে ৷ রাজ্য নেতৃত্ব সবই জানে । আমি শুধু বলতে চাই যারা শাসকদলের টিকিটে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে জিতেছে তারা যেন মা মাটি মানুষের নীতি আদর্শ মেনে চলে । যদি তারা লাইনচ্যুত হয়, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়, আমরা তখন কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করব । মানুষকে পরিষেবা দিতে বাধ্য করাব ।"

আরও পড়ুন:ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, ব্লক সভাপতির সমালোচনায় বিধায়ক হুমায়ুন কবীর

এ দিন বিধায়ক কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ভরতপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আজহার, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সদস্য আনারুল ইসলাম, ভরতপুর -2 অর্থাৎ সালার ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফ আলি । এছাড়াও সালার ব্লকের সাতটি অঞ্চলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের প্রধানও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ।

ABOUT THE AUTHOR

...view details