বহরমপুর (মুর্শিদাবাদ), 8 মে : মুর্শিদাবাদ জেলায় 18টি আসন দখল করলেও মুর্শিদাবাদ বিধানসভায় হারতে হয়েছে তৃণমূলকে । আর এই হারের জন্য তৃণমূল প্রার্থী দায় চাপিয়েছেন দলের একাংশের বিরুদ্ধে । আজ জেলা তৃণমূল কার্যালয়ের বাইরে এমন এক পোস্টার ঘিরে বিতর্ক দানা বেঁধেছে । তৃণমূলের অন্দরে কোন্দল শুরু হয়েছে । ওই পোস্টারে শাওনি সিংহ রায়ের পরাজয়ের দায় চাপানো হয়েছে জিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস সরকারের উপর। যদিও এনিয়ে সরাসরি মুখ খুলতে চাননি জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোক দাস । তিনি জানান, তাদের দল বিষয়টি খতিয়ে দেখছে ।
অধীর গড়ে এবার ঘাসফুলের জয়জয়কার । 20টি বিধানসভা আসনের মধ্যে 18টি তৃণমূলের দখলে । মুর্শিদাবাদ ও বহরমপুর এই দুটি আসনে ফুটেছে পদ্ম । তবে মুর্শিদাবাদ আসনে তৃণমূলের পরাজয়ের জন্য দলের অর্ন্তকলহকেই দায়ি করা হয়েছে । প্রার্থী পদ ঘোষণার পর থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসে । নির্বাচন পরবর্তী এই কোন্দল আরও মাথাচাড়া দিয়েছে । এদিন জেলা তৃণমূল কার্যালয়ে পোস্টার ঘিরে বিতর্ক আরও দানা বেঁধেছে । পোস্টারে লেখা রয়েছে শাওনি সিংহ রায়ের পরাজয়ের জন্য দায়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিষ সরকার । এই পোস্টার মারা হয়েছে সংশ্লিষ্ট বিধানসভা এলাকাতেও ।