ফরাক্কা, 28 অগস্ট: গর্ভবতী মা ও শিশুদের জন্য সরকার বরাদ্দ করেছে পুষ্টিকর খাদ্য (Nutritious Food for Pregnant Women and Children) ৷ যাতে ওই খাবার খেয়ে মা ও শিশু দুইই ভালো থাকতে পারে (Govt Give Nutritious Food) ৷ আর সেই খাদ্য কি না অবাধে ঝাড়খণ্ড সীমান্ত (Jharkhand Border)পার হয়ে এ রাজ্যে ঢুকছে। তাও আবার গরুর খাদ্য হিসেবে ! এ নয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কার একটি মিলে নিয়ে গিয়ে সেই খাদ্যের সঙ্গে ভুট্টা মিশিয়ে বিক্রি করা হচ্ছে গোখাদ্য হিসাবে। এ ঘটনায় ওই মিল মালিককে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয়েছে 2 হাজার 500 কেজি পুষ্টিকর খাদ্য। শবিবার রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিকে রবিবার সকালে 10 দিনের জেল হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ একটি মিলে হানা দেয়।