পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pregnant Mothers and Babies Food ঝাড়খণ্ডের গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাদ্য বিক্রি হচ্ছে গোখাদ্য হিসাবে - সরকার বরাদ্দ খাদ্য গোখাদ্য হিসাবে বিক্রি করা হচ্ছে

প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাদ্য (Nutritious Food for Mothers and Children) অবাধে বিক্রি হচ্ছে এ রাজ্যের ফরাক্কায়। সরকার বরাদ্দ (Government of Jharkhand) খাদ্য গোখাদ্য হিসাবে বিক্রি হচ্ছে দেদার।

ETV Bharat
Pregnant Mothers and Babies Food

By

Published : Aug 28, 2022, 6:54 PM IST

ফরাক্কা, 28 অগস্ট: গর্ভবতী মা ও শিশুদের জন্য সরকার বরাদ্দ করেছে পুষ্টিকর খাদ্য (Nutritious Food for Pregnant Women and Children) ৷ যাতে ওই খাবার খেয়ে মা ও শিশু দুইই ভালো থাকতে পারে (Govt Give Nutritious Food) ৷ আর সেই খাদ্য কি না অবাধে ঝাড়খণ্ড সীমান্ত (Jharkhand Border)পার হয়ে এ রাজ্যে ঢুকছে। তাও আবার গরুর খাদ্য হিসেবে ! এ নয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কার একটি মিলে নিয়ে গিয়ে সেই খাদ্যের সঙ্গে ভুট্টা মিশিয়ে বিক্রি করা হচ্ছে গোখাদ্য হিসাবে। এ ঘটনায় ওই মিল মালিককে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয়েছে 2 হাজার 500 কেজি পুষ্টিকর খাদ্য। শবিবার রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিকে রবিবার সকালে 10 দিনের জেল হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ একটি মিলে হানা দেয়।

ঝাড়খণ্ডের গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাদ্য বিক্রি হচ্ছে গোখাদ্য হিসাবে

সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ঝাড়খণ্ড সরকারের লেবেল দেওয়া প্রচুর পুষ্টিকর খাদ্য। সঙ্গে সঙ্গে ওই মিল মালিককে গ্রেফতার করে। এদিন তাকে আদালতেও তোলা হয়। সিল করে দেওয়া হয়েছে মিলটি। কীভাবে সরকার বরাদ্দ পুষ্টিকর খাদ্য ওই রাজ্য থেকে বাংলায় ঢুকছে তার কিনারা করতে তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন:ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হেমন্তপত্নী কল্পনা, বাড়ছে জল্পনা

ABOUT THE AUTHOR

...view details