কান্দি, 5 জুলাই : জয়শ্রীরাম না বলায় টোটো চালককে মারধরের অভিযোগ উঠল। অভিযোগ, মুর্শিদাবাদ জেলার কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় টোটোর দুই যাত্রী ওই চালককে জোর করে জয়শ্রীরাম বলতে বলে । রাজি না হওয়ায় তাঁর উপর চড়াও হয় যাত্রীরা ও তাঁকে মারধর করে বলে অভিযোগ চালকের।
জয়শ্রীরাম না বলায় মারধরের অভিযোগ টোটোচালককে - undefined
জয়শ্রীরাম না বলায় মারধর টোটো চালককে । ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । জখম টোটো চালক বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি ।
আজ সকালে ওই ব্যক্তির টোটোয় ওঠে দুই ব্যক্তি। অভিযোগ, এরপর তাঁকে জয়শ্রীরাম ধ্বনি দিতে বলে তারা। না বলায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনাস্থানে আসেন স্থানীয়রা। অভিযোগ, লাঠি দিয়ে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেয় অভিযুক্তরা। ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । জখম টোটো চালককে উদ্ধার করে পুলিশ কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন ।
ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি । তবে কারা ওই চালককে মারধর করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ।