পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয়শ্রীরাম না বলায় মারধরের অভিযোগ টোটোচালককে - undefined

জয়শ্রীরাম না বলায় মারধর টোটো চালককে । ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । জখম টোটো চালক বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি ।

জয়শ্রীরাম না বলায় মারধরের অভিযোগ টোটোচালককে

By

Published : Jul 5, 2019, 2:59 PM IST

Updated : Jul 5, 2019, 4:27 PM IST

কান্দি, 5 জুলাই : জয়শ্রীরাম না বলায় টোটো চালককে মারধরের অভিযোগ উঠল। অভিযোগ, মুর্শিদাবাদ জেলার কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় টোটোর দুই যাত্রী ওই চালককে জোর করে জয়শ্রীরাম বলতে বলে । রাজি না হওয়ায় তাঁর উপর চড়াও হয় যাত্রীরা ও তাঁকে মারধর করে বলে অভিযোগ চালকের।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ সকালে ওই ব্যক্তির টোটোয় ওঠে দুই ব্যক্তি। অভিযোগ, এরপর তাঁকে জয়শ্রীরাম ধ্বনি দিতে বলে তারা। না বলায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনাস্থানে আসেন স্থানীয়রা। অভিযোগ, লাঠি দিয়ে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেয় অভিযুক্তরা। ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । জখম টোটো চালককে উদ্ধার করে পুলিশ কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন ।

ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি । তবে কারা ওই চালককে মারধর করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Jul 5, 2019, 4:27 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details