লালগোলা, 15 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019- কে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি । শুক্রবার মুর্শিদাবাদের লালগোলার কৃষ্ণপুর স্টেশনে লালগোলা এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় জনতা । আগুন লাগিয়ে দেওয়া হয় স্টেশন মাস্টারের ঘরেও । এই ঘটনাকে ঘিরে আতঙ্ক দেখা দেয় এলাকায় । আজ পরিস্থিতি শান্ত করতে পথে নেমেছে পুলিশ । আমজনতার কাছে শান্তির বার্তা পৌছে দিতে রাস্তায় নেমে শান্তি মিছিল করল লালগোলা পুলিশ ।
লালগোলায় শান্তি মিছিল পুলিশের
লালগোল থানা থেকে লালগোলা স্টেশন পর্যন্ত শান্তি মিছিল করে পুলিশ । RAF ও পুলিশকর্মী মিলে প্রায় 150 জন এই মিছিলে পা মেলান । এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য পুলিশের তরফে মাইকে ঘোষণা করা হয় । সেই সঙ্গে এলাকার সাধারণ মানুষকে কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্য আবেদন করে পুলিশ ।
আজ বেলা সাড়ে তিনটে নাগাদ লালগোল থানা থেকে লালগোলা স্টেশন পর্যন্ত শান্তি মিছিল করে পুলিশ । RAF ও পুলিশকর্মী মিলে প্রায় 150 জন এই মিছিলে পা মেলান । মিছিলে মাইকের মধ্যেদিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্যও পুলিশের তরফে অনুরোধ করা হয় । সেই সঙ্গে এলাকার সাধারণ মানুষকে কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্য আবেদন করে পুলিশ ।
নাগরিকত্ব (সংশোধনী) বিল 2019, লোকসভায় পাশ হয় 9 ডিসেম্বর । 11 ডিসেম্বর রাজ্যসভায় তা পাশ হয় ৷ পরদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিলে সই করেন ৷ ফলে তা নাগরিকত্ব সংশোধনী 2019 আইনে পরিণত হয় ৷ এই আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে । শুক্রবার থেকে ক্রমশ আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । শক্রবার দুপুরের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আইনের প্রতিবাদে কোথাও রেল লাইন, রাস্তা অবরোধ করে জনতা । মুর্শিদাবাদের বেলডাঙা, লালগোলা, সারগাছি-র মতো জায়গায় রেললাইনে বিক্ষোভ ,স্টেশনে ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে । এই পরিস্থিতিতে আজ লালগোলায় শান্তি মিছিলের মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিল পুলিশ ।