পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMCP Protest : অভিষেকের গাড়িতে হামলার প্রতিবাদে বহরমপুরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের - berhampur

ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার সময় সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলার ঘটনায় বহরমপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য-সমর্থকরা ৷ প্রতিবাদ করা হয় তৃণমূলের পক্ষ থেকেও ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় বহরমপুরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

By

Published : Aug 3, 2021, 10:56 AM IST

বহরমপুর, 3 অগস্ট : ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার সময় সোমবার হামলা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলার প্রতিবাদে বহরমপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য-সমর্থকরা ৷ প্রতিবাদ করা হয় তৃণমূলের পক্ষ থেকেও ৷ বহরমপুরে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় । এদিন সন্ধে নাগাদ বহরমপুর শহরের কান্দি বাসস্ট্যান্ডে ছাত্র পরিষদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে । ছাত্র আন্দোলনের জেরে বন্ধ হয়ে যায় শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ।

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ভীষ্মদেব কর্মকারের নেতৃত্বে একঘণ্টা ধরে চলে বিক্ষোভ-আন্দোলন ও কেন্দ্রীয় সরকারের প্রতি বিষোদগার । ত্রিপুরায় জমি দখল করতে মরিয়া বাংলার শাসক দল তৃণমূল । ত্রিপুরায় বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপি সরকার পিকের টিমকে আটকে দিয়ে আগেই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল । আজ সেখানে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আগরতলায় তাঁর গাড়িতে হামলা চালায় কয়েকজন বিজেপি সমর্থক । তারই প্রতিবাদে বহরমপুরে রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল ছাত্র পরিষদ । রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় । ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন ছাত্র পরিষদের সদস্যরা । বহরমপুর থানার পুলিশ এসে তাদের সামাল দেয় ।

আরও পড়ুন: নাড্ডার কনভয়ে হামলার প্রতিশোধ ? ত্রিপুরায় পৌঁছতেই অভিষেকের গাড়িতে লাঠির ঘা !

রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের অন্যতম কারিগর ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এবার তাঁর লক্ষ্যে প্রতিবেশী রাজ্য ত্রিপুরা ৷ সেই লক্ষ্যেই সংগঠনের কাজে নজর দিয়েছেন তিনি ৷ যুবনেতার উপর হামলার ঘটনা কোনওভাবেই মানতে পারেনি তৃণমূলের যুব সংগঠন ৷ তারই ফলশ্রুতি বহরমপুরের এই ঘটনা ৷ তবে তাঁর উপর হামলার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে রাজনৈতিক মহলের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details