পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Leadership Crisis in Panchayet: দলীয় পতাকা হাতে পঞ্চায়েত অফিসে তালা তৃণমূল পঞ্চায়েত সদস্যদের - Leadership Crisis in Panchayet

গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইস্তফা দেওয়ার পর অবিলম্বে প্রধান নিয়োগ এবং বোর্ড গঠনের দাবি তুলে মুর্শিদাবাদের গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ এবং পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূল কর্মীরা (TMC Workers Locked TMC Gram Panchayat Office at Bharatpur) ৷

TMC Gram Panchayat
দলীয় পতাকা হাতে পঞ্চায়েত অফিসে তালা তৃণমূল পঞ্চায়েত সদস্যদের

By

Published : Nov 30, 2022, 7:52 AM IST

মুর্শিদাবাদ, 11 নভেম্বর: মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের পতাকা হাতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা (TMC Workers Locked TMC Gram Panchayat Office at Bharatpur)।

গত কয়েক মাস আগে প্রাক্তন প্রধান হরপ্রসাদ ঘোষের বিরুদ্ধে ওই গ্রাম পঞ্চায়েতের 7 জন সদস্য অনাস্থা আনেন । গ্রাম পঞ্চায়েতের সদস্যদের অনাস্থা আনার পর পদ থেকে ইস্তফা দেন প্রধান। এরপর থেকে গ্রাম পঞ্চায়েতে প্রধান পদে কাউকে নিয়োগ করা হয়নি । অবিলম্বে গ্রাম পঞ্চায়েতে প্রধান নিয়োগ এবং বোর্ড গঠন করার দাবি তুলে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাতজন পঞ্চায়েত সদস্য গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং গ্রাম পঞ্চায়েত ভবনে তালা ঝুলিয়ে দেন । যার ফলে পঞ্চায়েত অফিসের ভিতরে প্রবেশ করতে পারেননি কোনও কর্মী ।

দলীয় পতাকা হাতে পঞ্চায়েত অফিসে তালা তৃণমূল পঞ্চায়েত সদস্যদের

আরো পড়ুন:‘ভাইপোর সঙ্গে ফিরহাদের লড়াই হলে কালীঘাটে বোমা পড়বে’, বিতর্কিত মন্তব্য সৌমিত্র'র

বিক্ষোভকারী ওই 7 পঞ্চায়েত সদস্যের দাবি, গ্রাম পঞ্চায়েতে কোনও প্রধান না থাকায় সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে । বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং ভরতপুর এক নম্বর ব্লকের উত্তর সংগঠনিক ব্লক সভাপতি সঞ্জয় সারখেল ভরতপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবিদা সুলতানার সঙ্গে যোগ সাজোশ করে গ্রাম পঞ্চায়েতে কোনও প্রধান নিয়োগ করতে দিচ্ছেন না বলে অভিযোগ ।

যদিও ওই পঞ্চায়েত সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উত্তর সংগঠনিক ব্লকের সভাপতি সঞ্জয় সরখেল বলেন, "যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের কেউ না । বর্তমানে ওই পঞ্চায়েত তৃণমূলের দখলে নেই । কে কোথায় কে কি করছে এ বিষয়ে তৃণমূলের দায় নেই । পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সদস্যদের পঞ্চায়েতের সামনে বিক্ষোভ আবারও ভরতপুরের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে বুঝিয়ে দিল ।"

আরো পড়ুন:নতুন জেলা হচ্ছে সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details