খড়গ্রাম, 31 জানুয়ারি: জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি ৷ আর তার জেরেই চলল গুলি, আহত হলেন এক তৃণমূলকর্মী ৷ আহত ব্যক্তির নাম শফিক শেখ ৷ তাঁর বুকের বাঁ-দিকে গুলি লেগেছে বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদ্বীপ এলাকায় (Khargram Firing) ৷
এছাড়াও, এই হাতাহাতির ঘটনায় আহত হয়েছেন আরও এক মহিলা ৷ তাঁর মাথায় হাঁসুয়ার কোপ মারা হয় বলে অভিযোগ ৷ গুরুতর জখম অবস্থায় এই দু'জনকেই হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনায় অভিযোগের তির বিজেপি'র দিকে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি (firing at khargram murshidabad)৷
আরও পড়ুন: ফের মুর্শিদাবাদে শুট আউট, গুলিবিদ্ধ যুবক
মঙ্গলবার সন্ধ্যায় অপর আরেকটি ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ফরাক্কা ৷ এখানকার কেন্দুয়া এলাকায় দু'পক্ষের মধ্যে বচসা থেকে ঝামেলার সূত্রপাত হয় ৷ অভিযোগ, এলাকায় এসে একদল মদ্যপ যুবক অশান্তি শুরু করে ৷ পরে দুষ্কৃতীদের গুলি-বোমার আঘাতে মৃত্যু হয় নাজির হোসেন নামে এক ব্যক্তির ৷ আহত হন আরও একজন ৷ কী কারণে এই গণ্ডোগোল তা খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ ৷ এলাকায় বসেছে পুলিশ পিকেট ৷ এসডিপিও এর নেতৃত্বে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী ৷ এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায় ৷
কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদের নানা এলাকা ৷ গত কয়েকদিনে শ্যুটআউট-সহ একাধিক দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা ঘটেছে এই জেলায় ৷ মুর্শিদাবাদ থানা এলাকায় কয়েকদিন আগেই এক শ্যুটআউটের ঘটনায় মৃত্যু হয় এক তৃণমূল নেতার ৷ গত 27 তারিখ ডোমকলে গুলিবিদ্ধ হন অপর এক যুবক ৷ এই জেলায় বেড়ে চলা দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে চিন্তিত পুলিশ-প্রশাসনও ৷
আরও পড়ুন: ফের মুর্শিদাবাদে চলল গুলি, পড়ল বোমা; মৃত এক