বহরমপুর (মুর্শিদাবাদ), 18 ফেব্রুয়ারি: শুক্রবার সাগরদিঘিতে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের সভা সঞ্চালনা করেছিলেন কংগ্রেস নেতা সাইদুর রহমান ৷ শুক্রবার মাঝরাতেই একটি মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ যে ঘটনায় এবার পুলিশের বিরুদ্ধে কংগ্রেস ও বাম নেতা-কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ করলেন মহম্মদ সেলিম (TMC Uses Police for Sagardighi Bye-Election) ৷ এদিন বহরমপুরে সিপিএআইএম এর জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ সেখানেই তিনি দাবি করেন, তৃণমূল পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় পুলিশকে ব্যবহার করছে ৷ এই ঘটনায় সাগরদিঘি থানার পুলিশ আধিকারিককে বরখাস্তের দাবি করেছেন তিনি ৷
সাগরদিঘিতে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সভা পরিচালনা করার জন্যই কংগ্রেসের নেতা সাইদুর রহমানকে পুলিশ মিথ্যে মামলায় গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন সেলিম ৷ এমনকী শাসকদল তাঁকেও জনসভা করতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ৷ তিনি জানান, 15 ফেব্রুয়ারি ভাঙড়ে তাঁকে জনসভা করার অনুমতি দেওয়া হয়নি ৷ সেখানে সরকারের তরফে কারণ হিসেবে বলা হয়েছিল, সেই সভার জেরে আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে ৷ যা নিয়ে সেলিমের কটাক্ষ ৷ প্রশাসনের সেই চিঠি প্রমাণ করে, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে ৷