জঙ্গিপুর, 4 মার্চ: সাগরদিঘি উপনির্বাচনে শাসকদলকে পেছনে ফেলেছে বাম-কংগ্রেস জোট (Sagardighi Bye Poll Election) । তৃণমূলের হতাশাজনক ফলাফলকে সুপ্রিমো 'হার-জিত থাকেই' কিংবা 'বিজেপির ভোট জোটে গিয়েছে' বললেও হারের ময়নাতদন্ত শুরু হয়েছে দলের অভ্যন্তরে । তাতেই এবার উঠে এল অন্তর্ঘাতের তত্ত্ব (TMC review meeting on Sagardighi Defeat points Sabotage) ।
বৈঠকে জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব অন্তর্ঘাতের দিকেই আঙুল তুলেছেন । একই সঙ্গে সাগরদিঘি কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্বাচন নিয়েও বিতর্ক উঠে এসেছে বিশ্লেষণের কাটাছেঁড়ায় । তৃণমূল সূত্রে খবর, দলের রাজ্য নেতৃত্ব অবিলম্বে সাগরদিঘিতে পরাজয়ের কারণ নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে । অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা রিপোর্ট দেখেই পরবর্তী ব্যবস্থা নেবেন । এই ফলাফলে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের উপর ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ও । ফলে তৃণমূলে এখন যুদ্ধকালীন পরিস্থিতি ।
ওয়াকিবহাল মহল বলছে, একটি উপ-নির্বাচনের ফলাফল সরকার বদলের ক্ষেত্রে কোনও অনুঘটক হতে পারে না । তবে সাগরদিঘির ফলাফল রাজ্য-রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে । নির্বাচন থেকে বাড়তি অক্সিজেন পেয়েছে বাম-কংগ্রেস জোট । পঞ্চায়েত নির্বাচনে এটাই জোটের ইউপিএস হতে চলেছে । তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক আকাশে কালো মেঘের ঘনঘটাও দেখতে শুরু করেছেন অনেকে ।