পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুন - kandi

মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুন ৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে কান্দি থানার পুলিশ ৷

ছবিটি প্রতীকী

By

Published : Aug 6, 2019, 12:26 PM IST

বহরমপুর, 6 অগাস্ট: তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুন ৷ মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোঁসাইপুরের ঘটনা ৷

মৃতের নাম জাহাঙ্গীর শেখ ৷ কান্দি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য ৷ গতকাল সন্ধ্যে 7 টা নাগাদ জাহাঙ্গীর শেখ বাইকে বাড়ি ফিরছিলেন ৷ বাড়িতে ঢোকার মুখে তিনজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালায় ৷ একটা গুলি লাগে জাহাঙ্গীরের পেটে ৷ তখনই মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ গুলির শব্দ শুনে বাইরে বেড়িয়ে আসেন পরিবারের লোকজন ৷ চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ তবে দুষ্কৃতীদের চিনতে পেরেছিলেন জাহাঙ্গীর ৷ পরে পরিবারকে জানানও সে কথা ৷

গুরুতর জখম অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ পরিবারের অভিযোগ রাজনৈতিক কারণেই জাহাঙ্গীর শেখকে খুন করা হয়েছে ৷

খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় কান্দি থানার পুলিশ ৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details