কান্দি, 26 নভেম্বর : গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমা মেরে ও গুলি করে গ্রাম পঞ্চায়েত সদস্যকে খুনের অভিযোগ উঠল । বুধবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জিবন্তী হল্ট স্টেশনে রাজা শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয় । তিনি কান্দি ব্লকের মহালন্দী 2 গ্রাম পঞ্চায়েতের ধলা গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন ।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বুধবার রাতে অন্যান্য দিনের মতো জিবন্তী হল্ট স্টেশনে চায়ের দোকানে বসেছিলেন পঞ্চায়েত সদস্য রাজা শেখ । তখন খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পরপর চারটি বোমা মারা হয় । বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা । গুরুতর জখম অবস্থায় জিবন্তী হল্ট স্টেশনেই তাঁকে গুলি করা হয় । মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ মারা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বহরমপুর ও কান্দি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ ।
পরিবারের সদস্যের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটনা। এনামূল, কালু, রাজীব, শুকচাঁদ ও অপর একজন ঘটনাস্থানে উপস্থিত ছিল । অভিযোগ, তারাই রাজা শেখকে খুন করে । তারপর হঠাৎই বোমা ছোড়ে এবং পরে গুলি করে খুন করে ।