বহরমপুর, 11 নভেম্বর : উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহার গাড়িতে ভাঙচুর ও তাঁকে হেনস্থার ঘটনায় উত্তপ্ত মুর্শিদাবাদের রাজনীতি ৷ ঘটনায় তৃণমূলের অর্ন্তকলহ রয়েছে বলে অভিযোগ ।
অভিযোগের আঙুল উঠেছে বড়ঞার বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ ইতিমধ্যে 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের তরফে তদন্ত চলছে ৷
আরও পড়ুন :TMC : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে পড়ে আহত রাজ্যের মন্ত্রী, রণক্ষেত্র মুর্শিদাবাদের বড়ঞা
তবে তৃণমূলের তরফেও এই নিয়ে তিন সদস্যের একটি কমিটি গড়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । ওই দলে রয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত ও কান্দি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পার্থপ্রতিম সরকার । আজ রাতেই কমিটির কাছে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে বলে খবর ।
শাসকদলের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, ‘‘তিন সদস্যের প্রতিনিধি পাঠানো হয়েছে তদন্তের জন্য । তাঁদের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে । পাশাপাশি ব্লক সভাপতি গোলাম মোর্শেদের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে । দুই রিপোর্ট পাঠানো হবে দলের রাজ্য নেতৃত্বের কাছে । সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব ।’’