সালার (মুর্শিদাবাদ), 1 ফেব্রুয়ারি:দলীয় সভায় ফের বিতর্কিত মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার সালারে বুথভিত্তিক কর্মীসভা ছিল মঙ্গলবার । ভরতপুর 2 ব্লকে যুব-তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছিল ওই কর্মসূচি । সেখানেই মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীর । নাম না-করে সালারের ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমানকে আক্রমণ করেন তিনি (Murshidabad TMC)।
আগামী পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে দলেরই একাংশকে আক্রমণ করলেন বিধায়ক ৷ চলতি সপ্তাহে মুর্শিদাবাদে একাধিক বোমা ও গুলি চালানোর ঘটনায় তাঁর বক্তব্য, "প্রশাসন অনেক বোমা নষ্ট করেছে । কে বা কারা মারবার জন্য মজুত রেখেছিল তা জানতে বাকি নেই কারও । কংগ্রেস, সিপিএম এবং বিজেপির অবস্থা তো শোচনীয় । ফলে বাকি থাকছে তৃণমূল । তাহলে কেন নিজেদের কর্মীদের মারতে দল বোমা মজুত করছে ? এইভাবে রাজনীতি হয় না ৷ মানুষ মেরে আমি নেতা হতে চাই না ৷ মানুষের উপর অত্যাচার বা জবরদস্তি করে নেতা হতে চাই না । ভালোবাসা, উন্নয়ন, বন্ধুত্বের মাধ্যমে শক্তিশালী হতে চাই । কেউ পাঙ্গা নিতে চাইলে আমরাও নিতে জানি । অনৈতিক কাজ কেউ করলে রাজনীতিতে তার অস্তিত্ব থাকবে না ৷"