রঘুনাথগঞ্জ, 26 জুলাই : কোরোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন রঘুনাথগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক আখরুজ্জামান । শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ায় বিগত দশ দিন তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । আজ কোরোনাকে জয় করে রঘুনাথগঞ্জের সাইদাপুরে তাঁর নিজ বাসভবন ফিরলেন বিধায়ক ।
কোরোনামুক্ত হলেন রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক - মুর্শিদাবাদের খবর
কোরোনায় সংক্রমিত হয়ে বিগত দশ দিন ধরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি ।
বিধায়ককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুগামীরা । বাড়িতে ফিরেই কোরোনা মোকাবিলায় মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ মানুষকে বার্তা দিলেন তিনি । 16 জুলাই তাঁর সোয়াবের রিপোর্টে কোরোনা পজ়েটিভ ধরা পড়ে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানের । সময় নষ্ট না করে সেদিনই তাঁকে ভরতি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে । বিধায়কের সংস্পর্শে আসায় কোরোনা পজ়েটিভ ধরা পড়েছিল তাঁর পরিবারের আরও কয়েকজনের । আজ কোরোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন বিধায়ক ।
তবে বিধায়কের পরিবারের অন্যান্যরা এখনও সুস্থ হয়ে ওঠেননি । আজ আখরুজ্জামান বাড়ি ফিরতেই ফুলের মালা ও তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুগামীরা । অনুগামী আর এলাকার মানুষকে সচেতন করতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারের বার্তা দিলেন বিধায়ক ।