বড়ঞা, 2 জানুয়ারি : দিন কয়েক আগে দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে পুলিশের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর । বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য-সহ একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামিলা রুজু করে ভরতপুর থানার পুলিশ । গতকাল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল ৷ শনিবার ব্লক সভাপতি ও যুব সভাপতির বিরুদ্ধে তোপ দেগে বিতর্কে জড়ালেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha criticises two TMC leaders) । ফের প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরের কলহ । বিধায়কের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল তুঙ্গে ।
বিধানসভার প্রার্থী পদ নিয়ে নির্বাচনের আগে থেকেই বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি গোলাম মোর্সেদ ও যুব সভাপতি মাহে আলমের ব্যবধান তৈরি হয় । মাসখানেক আগে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা মন্ত্রী সুব্রত সাহা ও বিধায়ক জীবনকৃষ্ণ সাহার উপর হামলার অভিযোগ ওঠে গোলাম মোর্সেদ ও মাহে আলমের বিরুদ্ধে । হামলার ঘটনায় দু'জন তৃণমূল বিধায়কের নামে থানায় অভিযোগও দায়ের করা হয় ।