সামশেরগঞ্জ, 7 জানুয়ারি: বিডিও অফিসের মধ্যেই মহিলা বিদ্যালয় পরিদর্শককে মারধর, হেনস্তা ও মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে (TMC leaders Beaten School inspector) । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ । ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে সামশেরগঞ্জে ।
শুক্রবার ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, সামশেরগঞ্জ বিডিও অফিসে (BDO Office) শিক্ষা দফতরের (Education Department) স্পোর্টস কমিটির মিটিং (Sports Meeting) ছিল ৷ সেখানেই উপস্থিত ছিলেন স্কুল পরিদর্শক (School inspector) ৷ মিটিং রুমেই বিদ্যালয় পরিদর্শককে শারীরিক হেনস্তা, মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ তাঁর অভিযোগের তির পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আঞ্জুমানারা খাতুন, কৃষি কর্মাধ্যক্ষ অসিকুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সদস্য সত্যম সরকার, আব্দুল বাড়ি-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC leaders accused of beating school inspector) ।
সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগমের উপস্থিতিতেই এসআই স্কুলকে মারধর করা হয়েছে বলেই তিনি অভিযোগ করেন । এছাড়া এসআই'য়ের মোবাইল কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে । যদিও মারধরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতৃত্ব । তাঁদের কথায়, বিদ্যালয় পরিদর্শক মোবাইলে ভিডিয়ো করছিলেন ৷ তা করতে কেবল বারণ করা হয়েছে ৷ এর বেশি কিছু হয়নি ৷ মহিলার সঙ্গে কোনওরকম অভব্য আচরণ করেননি তাঁরা ৷