পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

tmc leader murdered at kandi : কান্দিতে তৃণমূল নেতা খুন, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

নিহত তৃণমূল নেতা নেপাল সাহার স্ত্রী, আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান । এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা হিসাবেই পরিচিত ছিলেন তিনি (tmc leader murdered at kandi) ।

tmc leader murdered at kandi
কান্দিতে তৃণমূল নেতা খুন

By

Published : Dec 11, 2021, 4:24 PM IST

কান্দি, 11 ডিসেম্বর : দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী । মুর্শিদাবাদের কান্দির এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল উঠেছে ৷ মৃতের নাম নেপাল সাহা (tmc leader murdered at kandi) ৷ শুক্রবার সন্ধ্যায় রেশন দোকান থেকে ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়িয়েছে কান্দি থানার অন্তর্গত সন্তোষপুরে ৷

স্থানীয় সূত্রে খবর, নেপাল সাহার স্ত্রী আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান । এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা হিসাবেই পরিচিত ছিলেন নেপাল সাহা। পাশাপাশি তিনি স্থানীয় রেশন ডিলার । শুক্রবার সন্ধ্যায় রেশন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি । সন্তোষপুর গ্রামে ঢোকার মুখে দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে হামলা চালায় । ধারালো অস্ত্র, রডের আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি । আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : TMC Inner Clash in Cooch Behar : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের বক্সিরহাট, মৃত 1

ঘটনায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে । এই বিষয়ে জেলা পুলিশ সুপার শবরী রাজকুমার বলেন, "ঘটনায় এখনও পর্যন্ত দু'জনের নাম উঠে এসেছে । এক প্রত্যক্ষ্যদর্শীর বয়ান নেওয়া হচ্ছে । খুব শীঘ্রই অপরাধীরা ধরা পড়বে ।" খুনের তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details