কান্দি, 11 ডিসেম্বর : দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী । মুর্শিদাবাদের কান্দির এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল উঠেছে ৷ মৃতের নাম নেপাল সাহা (tmc leader murdered at kandi) ৷ শুক্রবার সন্ধ্যায় রেশন দোকান থেকে ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়িয়েছে কান্দি থানার অন্তর্গত সন্তোষপুরে ৷
স্থানীয় সূত্রে খবর, নেপাল সাহার স্ত্রী আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান । এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা হিসাবেই পরিচিত ছিলেন নেপাল সাহা। পাশাপাশি তিনি স্থানীয় রেশন ডিলার । শুক্রবার সন্ধ্যায় রেশন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি । সন্তোষপুর গ্রামে ঢোকার মুখে দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে হামলা চালায় । ধারালো অস্ত্র, রডের আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি । আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।