পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলা আবাস যোজনায় উপভোক্তার টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে - বাংলা আবাস যোজনা

বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা হাতে পেয়েছিলেন সুতির অচিন্ত্য রবিদাস ৷ সে্​ই টাকাই এবার আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য অরুণ মণ্ডলের বিরুদ্ধে ৷ সুতি ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।

Murshidabad
মুর্শিদাবাদ

By

Published : May 16, 2020, 12:44 AM IST

সুতি , 15 মে : উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বাংলা আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠল ৷ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ৷ সুতি ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের ঘটনা । টাকা আত্মসাতের অভিযোগ স্বীকার করে BDO-র কাছে অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত প্রধানও ।

অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্যের নাম অরুণ মণ্ডল । 7 মে বহুতালির বাসিন্দা অচিন্ত্য রবিদাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60 হাজার টাকা ঢোকে । পরদিন অচিন্ত্য রবিদাসকে ডেকে পাঠান পঞ্চায়েত সদস্য অরুণ মণ্ডল । অচিন্ত্য রবিদাসের কাছে টিপ সই নিয়ে সেই টাকা অন্য একটি অ্যাকাউন্টে স্থানান্তরিত করেন বলে অভিযোগ ৷ তারপর থেকে টাকার জন্য হন্যে হয়ে ঘুরছেন ওই ব্যক্তি ।

BDO-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত প্রধান । তিনি টাকা উদ্ধারের আশ্বাস দিলেও এখনও তা হাতে পাননি অচিন্ত্যবাবু ।

ABOUT THE AUTHOR

...view details