বহরমপুর, 29 জুলাই: অবশেষে শাস্তির খাঁড়া নেমে এল হুমায়ুন কবীরের কাঁধে। দলবিরোধী কার্যকলাপ ও বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে শোকজ করল তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব ৷ তিনদনের মধ্যে তাঁর জবার চাওয়া হয়েছে। শোকজের চিঠির একটি কপি পাঠানো হয়েছে তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভানেত্রী শাওনি সিংহ রায়ের কাছেও ।
যদিও শোকজের কথা অস্বীকার করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর । তাঁর দাবি, ‘‘আমার ইমেল, হোয়াটসঅ্যাপে এরকম কোনও চিঠি আসেনি । আমার সঙ্গে যা হচ্ছে সব সংবাদ মাধ্যমে জানানো যায় না । দরকার হলে দলের কাছে বিস্তারিত বলব ।’’ অন্যদিকে তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, ‘‘রাজ্য নেতৃত্ব শোকজ চিঠি পাঠিয়েছেন । আমাকেও চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে । এরপর যা করণীয় রাজ্য নেতৃত্ব করবে ।’’
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে দলের বিরুদ্ধে যেকোনও রকম কার্যকলাপের জন্য শাস্তি দেওয়া হবে বলে আগেই জানিয়ে রেখেছিল তৃণমূল নেতৃত্ব ৷ এমনকি দলের প্রতীকের বিরুদ্ধে গোঁজ প্রার্থী খাড়া করলেও ব্যবস্থা নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রেখেছিল তৃণমূলের রাজ্য নেতৃত্বে । আর এই নিয়ে পঞ্চায়েত নির্বাচনে পুরোপুরি দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে হুমায়ুনের বিরুদ্ধে ।