জঙ্গিপুর, 16 এপ্রিল: পুরনো বিবাদের জেরে জঙ্গিপুর পৌরসভার এক স্থায়ী কর্মচারীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর ফিরোজ শেখ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি 12টা নাগাদ মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভা এক নম্বর ওয়ার্ডের জয়রামপুর এলাকায় । এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ।
পরিবারের সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাত প্রায় 12টা নাগাদ মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন আবদুল লতিফ ৷ সেই সময় হঠাৎ ফিরোজ সেখ ও তাঁর দলবল তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । এই বিষয়ে প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম জানান, পুরনো বিবাদকে কেন্দ্র করেই এই মারধর । প্রায় দুই বছর পূর্বে গাব্বার শেখ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছিলেন ফিরোজ শেখ । তিনি আরও জানান, মারধর করার সময় ফিরোজ শেখ বলেন যে গাব্বার শেখকে হত্যা করেছি ৷ তোমাকে মারলেও কিছু হবে না । সমস্ত ঘটনা জানিয়ে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত আবদুল লতিফের স্ত্রী ।