পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tmc Election Campaigns : ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই জঙ্গিপুরে প্রচারে ঝাঁপাল তৃণমূল - jangipur

জঙ্গিপুর বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রচারে নামল জঙ্গিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ৷ নিজের নামে দেওয়ালও লিখলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন ।

Tmc Election Campaign
ভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই জঙ্গিপুরে প্রচারে ঝাঁপাল তৃণমূল

By

Published : Sep 6, 2021, 12:38 PM IST

জঙ্গিপুর, 6 সেপ্টেম্বর : নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই প্রচারে ঝাঁপিয়ে পড়ল জঙ্গিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস । প্রচারে তুলি ধরে নিজের নামেই দেওয়াল লিখন শুরু করলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী জাকির হোসেন । রং-তুলি নিয়ে দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখলেন তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর জোনের জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান । একইসঙ্গে রবিবার সন্ধ্যায় ব্লক ও পঞ্চায়েত স্তরের সমস্ত নেতৃত্বদের নিয়ে বৈঠক সারলেন শীর্ষ নেতৃত্ব। আজ থেকে সকলকে বিভিন্নভাবে প্রচারে নামার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন শনিবার ভোটের নির্ঘন্ট প্রকাশ করে । সেদিন থেকেই লাগু হয়েছে আদর্শ নির্বাচন বিধি। প্রচারের সময় খুবই সীমিত। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুয়ায়ী 27 সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছটায় প্রচার শেষ। তাই আর দেরি না করে প্রচারে ঝাঁপালেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন ।

ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই জঙ্গিপুরে প্রচারে ঝাঁপাল তৃণমূল

আরও পড়ুন: করোনায় নির্বাচনী প্রচারে রোড-শো, র‍্যালিতে নিষেধাজ্ঞা কমিশনের

রবিবাসরীয় বিকেলে দলবল নিয়ে নিজেই তুলি ধরে দেওয়াল লিখনের সূচনা করলেন জাকির হোসেন। তিনি বলেন, "মানুষের পাশে আমি ছিলাম, আমি থাকব। যে কোনও কাজে আমাকে পাবেন।"এদিন কর্মীদের নিয়ে একপ্রস্ত আলোচনাও সারেন তিনি। কর্মীদের সঙ্গে আলোচনা করেই তাদের প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে । সব মিলিয়ে তৃণমূল বিরোধীদের পিছনে ফেলে নির্বাচনে কয়েককদম এগিয়ে থাকল । প্রসঙ্গত, বিজেপি, সিপিএম প্রার্থী বাছাই করতে পারলেও ব্যাকফুটে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কংগ্রেস জোটে লড়বে কি না তা এখনও স্পষ্ট নয়।

ABOUT THE AUTHOR

...view details