জঙ্গিপুর, 6 সেপ্টেম্বর : নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই প্রচারে ঝাঁপিয়ে পড়ল জঙ্গিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস । প্রচারে তুলি ধরে নিজের নামেই দেওয়াল লিখন শুরু করলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী জাকির হোসেন । রং-তুলি নিয়ে দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখলেন তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর জোনের জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান । একইসঙ্গে রবিবার সন্ধ্যায় ব্লক ও পঞ্চায়েত স্তরের সমস্ত নেতৃত্বদের নিয়ে বৈঠক সারলেন শীর্ষ নেতৃত্ব। আজ থেকে সকলকে বিভিন্নভাবে প্রচারে নামার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন শনিবার ভোটের নির্ঘন্ট প্রকাশ করে । সেদিন থেকেই লাগু হয়েছে আদর্শ নির্বাচন বিধি। প্রচারের সময় খুবই সীমিত। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুয়ায়ী 27 সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছটায় প্রচার শেষ। তাই আর দেরি না করে প্রচারে ঝাঁপালেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন ।