পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সভা থেকে ফেরার পথে আক্রান্ত BJP কর্মীরা, অভিযুক্ত তৃণমূল - bahadurpur

BJP কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । জখম হয় প্রায় 20 জন BJP সমর্থক ।

আক্রান্ত BJP কর্মী

By

Published : Jun 28, 2019, 6:11 AM IST

Updated : Jun 28, 2019, 1:21 PM IST

বড়ঞা, 28 জুন : BJP কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় জখম হয় প্রায় 20 জন BJP সমর্থক । ঘটনাটি বড়ঞা থানার বাহাদুরপুর এলাকার ।

বৃহস্পতিবার সাবলপুরে BJP-র সভা ছিল । সেই সভা থেকেই গাড়ি করে ফিরছিলেন দলীয় কর্মী ও সমর্থকরা । অভিযোগ, বাহাদুরপুরে গাড়ি পৌঁছানো মাত্রই তাদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে তৃণমূল কর্মীরা । এই ঘটনায় তাদের নেতৃত্ব দেয় তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি মাহে আলম । BJP কর্মীদের আরও অভিযোগ, ঘটনাস্থানে পুলিশ পৌঁছালেও কোনওরকম সাহায্য মেলেনি ।

আরোও পড়্ন : রাজ্যে 'জয় বাংলা' স্লোগান কেন সরকারিভাবে? প্রশ্ন BJP-র

জখম ব্যক্তিদের নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলে বড়ঞা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা ।

Last Updated : Jun 28, 2019, 1:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details