সামশেরগঞ্জ, 4 সেপ্টেম্বর : সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত হল 450 বোতল নিষিদ্ধ ফেনসিডিল । এর সঙ্গেই তিন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ । বৃহস্পতিবার রাতে শোভাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । ধৃতদের নাম- মেহবুব আলম, রবিউল ইসলাম ও সায়ন শেখ । তিনজনেরই বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার ঠুঠাপাড়া এলাকায় ।
চোরা কারবারিরা সীমান্তে ঘাঁটি গেড়ে পাচার কাজ চালাচ্ছে । এপারের কোনও বাড়িতে আত্মগোপন করে ক্যারিয়ারদের হাত দিয়ে আন্তর্জাতিক সীমান্ত পার করছে মাদক ও অন্যান্য সামগ্রী । ধৃত তিন বাংলাদেশি বেশ কয়েকদিন শোভাপুরে একটি বাড়িতে থাকত । সেখান থেকেই ফেনসিডিল বাংলাদেশে পাচার চলত । খবর পেয়ে BSF, সামশেরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় গতরাতে শোভাপুরে হানা দেয় । সেখান থেকেই উদ্ধার হয়েছে ফেনসিডিলের বোতলগুলি । শোবগাপুর থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ।