ফরাক্কা, 16 অক্টোবর : ছাগল চরাতে এসে রাস্তার ধারে বসে থাকার সময় বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল তিন মহিলার ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। শনিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে মুর্শিদাবেদের ফরাক্কা থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের সুদনা গ্রামে।
ঘটনায় মৃত তিন জন হলেন সুমতি মণ্ডল (45), জোৎস্না মণ্ডল (33) ও আশালতা মণ্ডল(55)। তাঁদের বাড়ি বাহাদুরপুরের সুদনা গ্রামেই। ঘটনায় জখম আরও তিন মহিলাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।