ডোমকল, 19 মে : ডোমকলে আবারও তিন কোরোনা আক্রান্তের হদিস মিলল । এনিয়ে ডোমকলে একই পরিবারের পাঁচজনের শরীরে মিলল কোরোনা ভাইরাস । গতরাতে তাঁদের মাতৃ সদন কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । এনিয়ে ওই হাসপাতালে ভরতি থাকা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত । এদিকে একই পরিবারের পাঁচজন আক্রান্তের হদিস মেলায় সিল করে দেওয়া হয়েছে ডোমকল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের একটি এলাকা ।
ডোমকলে কোরোনায় আক্রান্ত আরও 3 - কোরোনা
ডোমকলের একটি পরিবারের পাঁচজন কোরোনায় আক্রান্ত হয়েছেন । আগে দু'জন আক্রান্ত হয়েছিলেন । গতরাতে পরিবারের অন্য তিন সদস্যের রিপোর্ট কোরোনা পজ়িটিভ আসে ।
মুর্শিদাবাদে বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । শনিবার ডোমকলে ওই পরিবারের দুই সদস্যের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে । ওই পরিবারের আরও তিনজনের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । গতকাল তাঁদের রিপোর্টও পজ়িটিভ আসে । এরপরেই তাঁদের হাসপাতালে ভরতি করা হয় ।
আক্রান্তদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । এই তিনজনসহ মুর্শিদাবাদে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হলেন 12 জন । মাতৃ সদনে চিকিৎসা চলছে 7জনের । একজনের চিকিৎসা চলছে কলকাতায় । হাসপাতাল থেকে চারজনকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে ।