বহরমপুর, 18 সেপ্টেম্বর:সেপটিক ট্যাঙ্কের সেন্টারিংয়ের পাটাতন খুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু 3 শ্রমিকের ৷ সোমবার সকালে হরিহরপাড়া থানার মাদারতলা এলাকার ঘটনা । মৃতরা হলেন রজব আলি, মাজু শেখ ও মনিরুল শেখ । আশঙ্কাজনক অবস্থায় একজন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন হরিহরপাড়া থানার পুলিশ ও স্থানীয় বিডিও। প্রাথমিকভাবে অনুমান, ট্যাংকের মধ্যে বিষাক্ত গ্যাস তৈরি হওয়াতেই মর্মান্তিক দুর্ঘটনা ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরসেলিম শেখ নামে এক ব্যক্তির বাড়িতে সেপটিক ট্যাঙ্কটি দীর্ঘদিন আগে তৈরি হয়েছিল । সেটি কাঠের পাটাতন দিয়ে ঢাকা ছিল । সম্প্রতি কাজ শেষ করার জন্য ওই ব্যক্তি রাজমিস্ত্রি ও লেবার লাগিয়েছিলেন । আজ পাটাতন খোলার কাজ চলছিল । সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে অসাবধানতা বশত প্রথমে রজব আলি নীচে পড়ে যান । তাঁকে উদ্ধার করতে নামেন সহকর্মী মাজু শেখ । দীর্ঘ সময় তিনি না ওঠায় তাঁকে সাহয্যের জন্য সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামেন মণিরুল শেখ ও আরও এক শ্রমিক ৷ অক্সিজেনের অভাবে চার জনেই অজ্ঞান হয়ে যান ৷