বহরমপুর, 30 মে : আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করল রানিনগর থানার পুলিশ । গতরাতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয় । ধৃতদের নাম মোবি শেখ, মোমিন শেখ ও মুস্তাকিন রহমান ।
রানিনগরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 3 - রানিনগর থানার পুলিশ
সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদের পুলিশ সুপার শবরী রাজকুমার জানান, মোবি শেখকে প্রথমে গ্রেপ্তার করা হয় । এরপরই বাকিদের সন্ধান মেলে । বাজেয়াপ্ত হয় আগ্নেয়াস্ত্র । ধৃতদের আজ আদালতে তোলা হয়েছিল । পাঁচদিনের পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে ।
![রানিনগরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 3 murshidabad](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:06-wb-msd-arms-arrested-03-7203619-30052020114421-3005f-1590819261-539.jpg)
সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদের পুলিশ সুপার শবরী রাজকুমার জানান, মোবি শেখকে প্রথমে গ্রেপ্তার করা হয় । এরপর বাকিদের সন্ধান মেলে । বাজেয়াপ্ত করা হয় আগ্নেয়াস্ত্র। ধৃতদের আজ আদালতে তোলা হয়েছিল । পাঁচদিনের পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে ।
খবর পেয়ে গতরাতে রানিনগরে তল্লাশি চালায় পুলিশ । তিনজনকে গ্রেপ্তার করা হয় । তাদের কাছ থেকেই উদ্ধার হয়েছে সাতটি 7.6 বোরে পিস্তল, ছয়টি ওয়ান শটার, একটি মাস্কেট । এছাড়া সাতটি ম্যাগাজ়িন এবং 18 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ধৃতরা অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত । এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের সন্ধান চালাবে পুলিশ ।