লালগোলা, 31 অক্টোবর: মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল লালগোলা ৷ এক পরিবারে মৃ্ত্যু হল তিন জনের (Three drowned in a family in Murshidabad) ৷ বোনকে বাঁচাতে জলে ঝাঁপ দিয়েছিল দিদি ৷ কিন্তু সেইও তলিয়ে যাচ্ছে জলে ঝাঁপ দেন বাবা ৷ শেষ পর্যন্ত মৃত্যু হয় তিন জনের৷ সোমবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনাটি ঘটেছে লালগোলা থানার মঁয়া গ্রাম পঞ্চায়েতের মুকিমনগরে । মৃত বাবার নাম রাইজুদ্দিন শেখ । মৃত দুই মেয়ের নাম নাফিসা সুলতানা(11) ও আনিসা খাতুন(8) ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবা রাইজুদ্দিন শেখ ভুট্টার ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন । বাবাকে মাঠে খাবার দিতে গিয়েছিল দুই মেয়ে । কিন্তু হঠাৎই মাঠের পাশে বিলে পা পিছলে পড়ে যায় আনিসা খাতুন। এরপর তাকে বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দেয় তার দিদি নাফিসা খাতুন । কিন্তু দুজনেই জলে তলিয়ে যায় ।