রেজিনগর, 12 অক্টোবর : মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের । আজ সকালে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিনজনকে পিষে দেয়। রেজিনগর থানার তকিপুরে 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । মৃতদের নাম দেলুয়ার শেখ (61), কিতাবউদ্দিন মণ্ডল(58) ও মণিরুল শেখ (38) । তিনজনেরই বাড়ি তকিপুরে । গাড়িটিকে আটক করেছে পুলিশ । তবে চালক ও খালাসি পলাতক । ঘটনার প্রতিবাদে স্থানীয়রা জাতীয় সড়কে অবরোধ শুরু করেছে । অবরোধ তোলার চেষ্টা করছে রেজিনগর থানার পুলিশ ।
রেজিনগর : নিয়ন্ত্রণ হারিয়ে 3 জনকে পিষে দিল লরি - road accident in Murshidabad
আজ সকালে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন ওই তিন ব্যক্তি । সেই সময় বহরমপুরগামী একটি পণ্যবোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছে ধাক্কা মারে । এরপর দু'টি ইলেকট্রিক পোলে ধাক্কার মারার পর ওই তিনজনকে পিষে দেয় । ঘটনাস্থানে মৃত্যু হয় একজনের ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মসজিদ থেকে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন ওই তিন ব্যক্তি । সেই সময় বহরমপুরগামী একটি পণ্যবোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছে ধাক্কা মারে । এরপর দু'টি বৈদ্যতিক খুঁটিতে ধাক্কার মারার পর ওই তিনজনকে পিষে দেয় । ঘটনাস্থানে মৃত্যু হয় একজনের । বাকি দু'জনকে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা । তাঁদের দাবি, একই জায়গায় পরপর দুর্ঘটনা ঘটছে । কিন্তু প্রশাসন নীরব। জাতীয় সড়কে ট্র্যাফিক নিয়ন্ত্রণ জরুরি হয়ে পড়েছে ।