পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Goods Train Accident: ফরাক্কা ব্যারেজে চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন তিনটি বগি, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা - ফরাক্কা ব্যারেজ

Goods Train Accident at Farakka Barrage: মঙ্গলবার সকালে রেলের ফরাক্কা-মালদা ডিভিশনের মুর্শিদাবাদের ফরাক্কায় চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তিনটি বগি ৷ ট্রেনটি ফরাক্কার দিক থেকে মালদার দিকে যাচ্ছিল ৷ এর জন্য কিছুক্ষণ পরিস্থিতি বন্ধ ছিল ট্রেন চলাচল ৷ পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

Goods Train Accident
Goods Train Accident

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 2:55 PM IST

ফরাক্কা, 12 সেপ্টেম্বর: ফের ফরাক্কা ব্যারেজের উপর রেলে বিপত্তি । চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তিনটি বগি । তার পর ইঞ্জিন মালগাড়ির বাকি বগিগুলি নিয়ে বেশ কিছুটা এগিয়েও যায় । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রেলের ফরাক্কা-মালদা ডিভিশনের মুর্শিদাবাদের ফরাক্কায় ।

রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন একটি মালগাড়ি ফরাক্কার দিক থেকে মালদার দিকে যাচ্ছিল । নিউ ফরাক্কা স্টেশন থেকে বেরিয়ে মালগাড়িটি ফরাক্কা ব্যারেজের রেল লাইনের উপর উঠতেই মালগাড়ির পেছনের দিকে থাকা তিনটি বগি মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা স্টেশনের আধিকারিকরা । মালগাড়ির চালককে খবর পাঠিয়ে তড়িঘড়ি গাড়িটি থামানোর নির্দেশ দেওয়া হয় ।

রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে যান ৷ তাঁরা গিয়ে তড়িঘড়ি তিনটি বগি আবার মালগাড়ির সঙ্গে জুড়ে দেন । এরপরই ওই লাইনে রেল চলাচল স্বাভাবিক হয় । মালগাড়ির বিপত্তির কারণে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল । ফলে কিছুক্ষণের জন্য হলেও ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের ৷ যদিও এই ঘটনায় রেলের আধিকারিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । ঘটনায় গাফিলতির কারণ খুঁজছেন রেলের আধিকারিকরা । রেল সূত্রে খবর, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷

এর আগে অগস্ট মাসেই ফরাক্কা ব্যারেজের উপর রেলের লাইনে পরপর দু’টি দুর্ঘটনা ঘটে । এক সপ্তাহে দু’বার ব্যারেজের রেলিং ভেঙে রেল লাইনের উপর উঠে পড়ে দু’টি পণবাহী লরি । চালকের তৎপরতায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় ইন্টারসিটি ও ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেস । বারবার ফরাক্কা ব্যারেজের উপর দুর্ঘটনা ঘটায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে । ফরাক্কা ব্যারেজের নিরাপত্তা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন । তবে এই বিষয়ে রেলের তরফে কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন:চলন্ত লরিতে ঘুমিয়ে পড়লেন চালক ! নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মালগাড়িতে

ABOUT THE AUTHOR

...view details