জঙ্গিপুর, 29 জুন :আধার কার্ড জালিয়াতির পর্দা ফাঁস মুর্শিদাবাদে ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের ৷ ঘটনায় জেলার সাগরদিঘি থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে নকল আধার কার্ড তৈরির বেশ কিছু সরঞ্জাম ৷ ধৃতদের নাম অতুল চৌধুরী, বিজয় রায় ও আমজাদ শেখ ৷ অভিযুক্তদের তিনজনকেই মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার পর দ্রুত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চায় পুলিশ ৷
আরও পড়ুন :হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার জাল আধার কার্ড চক্রের দুই পাণ্ডা
পুলিশ সূত্রে খবর, তিন মাস ধরে জাল আধার কার্ড চক্র চলছিল সাগরদিঘি থানা এলাকায়। গোপন সূত্রে সেই খবর আসে সাগরদিঘি থানায় ৷ এরপর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় জাল আধার কার্ড তৈরির সরঞ্জাম ও বেশ কিছু ভুয়ো আধার কার্ড ৷ কার্ড তৈরির বরাতের একটি তালিকাও মিলেছে ওই বাড়ি তল্লাশি করে ৷