পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Teacher Recruitment Scam: শিক্ষক নিয়োগে দুর্নীতি ! সিআইডির জালে প্রাক্তন ডিআই-সহ 3 - মুর্শিদাবাদের খবর

মুর্শিদাবাদের স্কুলে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ ৷ সিআইডির হাতে গ্রেফতার হলেন প্রাক্তন ডিআই-সহ মোট তিনজন ৷ তাঁদের সিআইডি হেফাজতে পাঠাল জঙ্গিপুরের আদালত ৷

three arrested by CID in a case of Teacher Recruitment Scam
ধৃত তিন অভিযুক্ত

By

Published : Apr 1, 2023, 2:42 PM IST

আদালতে পেশ

জঙ্গিপুর, 1 এপ্রিল:স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় তিনজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ বা সিআইডি ৷ ধৃতদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত ডিআই-ও রয়েছেন ৷ শনিবার ধৃতদের মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ এঁরা হলেন পূরবী দে বিশ্বাস, অঞ্জনা মজুমদার এবং নিত্যগোপাল মাঝি ৷ আদালত তিনজনকেই পাঁচদিনের জন্য সিআইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ৷

সিআইডি সূত্রে জানা গিয়েছে, জেলার সুতিতে অবস্থিত গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষক পদে ছিলেন আশিস তিওয়ারি ৷ নিজের স্কুলেই ছেলে অনিমেষ তিওয়ারিকে নিয়োগ করেন তিনি ৷ অভিযোগ, এই নিয়োগ হয়েছিল বেআইনিভাবে ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত শুরু করেছে সিআইডি ৷ ঘটনায় অন্যতম অভিযুক্ত আশিসকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ যদিও তাঁর ছেলে অনিমেষের নাগাল এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই গা-ঢাকা দিয়েছেন তিনি ৷ পুলিশ ও সিআইডি বলছে, তিনি পলাতক ৷ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ৷

এসবের মধ্যেই মুর্শিদাবাদের অবসরপ্রাপ্ত জেলা বিদ্যালয় পরিদর্শক বা অবসরপ্রাপ্ত ডিআই পূরবী দে বিশ্বাসকে কলকাতার ভবানী ভবনে ডেকে পাঠায় সিআইডি ৷ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় ৷ অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় বহরমপুরে সিআইডির স্থানীয় দফরে আরও পাঁচজনকে ডেকে পাঠানো হয় ৷ তাঁদেরও দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন রাজ্যের গোয়েন্দারা ৷ সেই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন অঞ্জনা মজুমদার ও নিত্যগোপাল মাঝি ৷ এঁদের মধ্য়ে প্রথমজন ডিআই অফিসের প্রাক্তন করণিক ৷ আর দ্বিতীয়জন জেলার হরিদাসমাটি এলাকায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ৷ তিনিই আবার জেলা শিক্ষা দফতরের বর্তমান করণিক ৷

এই ঘটনায় নিত্যগোপাল মাঝির গ্রেফতারিতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল ৷ যদিও এ নিয়ে প্রশ্ন করা হলে জেলা তৃণমূল নেতা অশোক দাস বলেন, "আমাদের দল অপরাধীদের প্রশ্রয় দেয় না ৷ কোনও দুর্নীতিগ্রস্তকে মদত দেয় না ৷ আইন আইনের পথে চলবে ৷"

সিআইডি সূত্রে জানা গিয়েছে, শিক্ষক পদে অনিমেষ তিওয়ারির বেআইনি নিয়োগে পূরবীর মদত ছিল ! তাদের তদন্তে অন্তত এমনটাই উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে ৷ বেআইনি নিয়োগে বাকি দুই অভিযুক্তেরও জড়িত থাকার প্রমাণ মিলেছে ! তবে, এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য তিনজনকেই আরও জেরা করা প্রয়োজন ৷ সেই কারণেই তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয় সিআইডি ৷ আদালত সেই আবেদন মঞ্জুর করে ৷

আরও পড়ুন:পরীক্ষা না হওয়া বছরেই অনিমেষের নিয়োগ ! প্রধান শিক্ষক বাবাকে তলব সিআইডির

প্রসঙ্গত, এই মামলার তদন্তকারী আধিকারিক হলেন অসীম মণ্ডল ৷ কলকাতার ভবানী ভবনে তিনিই পূরবীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ৷ অন্যদিকে, শুক্রবার মুর্শিদাবাদে যে জিজ্ঞাসাবাদ পর্ব চলে, তার নেতৃত্বে ছিলেন সিআইডির ডিএসপি শিমুল সরকার ৷ জেলার বর্তমান ডিআই অমরকুমার শীল-সহ মোট পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলেন তদন্তকারীরা ৷ পরে তাঁদের মধ্যে থেকে অঞ্জনা ও নিত্যগোপালকে গ্রেফতার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details