জঙ্গিপুর, 1 এপ্রিল:স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় তিনজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ বা সিআইডি ৷ ধৃতদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত ডিআই-ও রয়েছেন ৷ শনিবার ধৃতদের মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ এঁরা হলেন পূরবী দে বিশ্বাস, অঞ্জনা মজুমদার এবং নিত্যগোপাল মাঝি ৷ আদালত তিনজনকেই পাঁচদিনের জন্য সিআইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ৷
সিআইডি সূত্রে জানা গিয়েছে, জেলার সুতিতে অবস্থিত গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষক পদে ছিলেন আশিস তিওয়ারি ৷ নিজের স্কুলেই ছেলে অনিমেষ তিওয়ারিকে নিয়োগ করেন তিনি ৷ অভিযোগ, এই নিয়োগ হয়েছিল বেআইনিভাবে ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত শুরু করেছে সিআইডি ৷ ঘটনায় অন্যতম অভিযুক্ত আশিসকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ যদিও তাঁর ছেলে অনিমেষের নাগাল এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই গা-ঢাকা দিয়েছেন তিনি ৷ পুলিশ ও সিআইডি বলছে, তিনি পলাতক ৷ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ৷
এসবের মধ্যেই মুর্শিদাবাদের অবসরপ্রাপ্ত জেলা বিদ্যালয় পরিদর্শক বা অবসরপ্রাপ্ত ডিআই পূরবী দে বিশ্বাসকে কলকাতার ভবানী ভবনে ডেকে পাঠায় সিআইডি ৷ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় ৷ অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় বহরমপুরে সিআইডির স্থানীয় দফরে আরও পাঁচজনকে ডেকে পাঠানো হয় ৷ তাঁদেরও দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন রাজ্যের গোয়েন্দারা ৷ সেই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন অঞ্জনা মজুমদার ও নিত্যগোপাল মাঝি ৷ এঁদের মধ্য়ে প্রথমজন ডিআই অফিসের প্রাক্তন করণিক ৷ আর দ্বিতীয়জন জেলার হরিদাসমাটি এলাকায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ৷ তিনিই আবার জেলা শিক্ষা দফতরের বর্তমান করণিক ৷