ফরাক্কা, 29 মে : গঙ্গার পাড়ে ধস নামায় ব্যাপক আতঙ্ক ছড়াল ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুরে । পাড় ধসে গঙ্গায় তলিয়ে যায় মৎস্যজীবীদের প্রায় 30টি নৌকা । পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান স্থানীয় বিডিও ও ফরাক্কা ব্যারেজ প্রকল্পের জেনেরাল ম্যানেজার । ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা ৷
কয়েক হাজার পরিবারের বসবাস ফরাক্কার বেনিয়াগ্রাম, রগুনাপুর এলাকায় । অধিকাংশই মৎস্যজীবী । স্থানীয়রা জানান, এই এলাকায় বছর কুড়ি আগে গঙ্গার পাড় বাঁধা হয়েছিল । তারপর থেকে আর রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ । গত দু'দিনের বৃষ্টিতে বৃহস্পতিবার থেকেই ফাটল দেখা দিয়েছিল নদীর পাড়ে । শুক্রবার আচমকাই গঙ্গার পাড়ের বিস্তীর্ণ এলাকায় ধস নামে । সার বেঁধে নদী পাড়ে মৎস্যজীবীদের নৌকা বাঁধা ছিল । পাড় ধসে যাওয়ায় প্রায় 30টি নৌকা তলিয়ে যায় গঙ্গাগর্ভে । নৌকা গেলে মৎস্যজীবীদের জীবিকায় টান পড়বেই ৷ কীভাবে সংসার চলবে তা ভেবেই মাথায় হাত পড়েছে তাঁদের ৷